রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্র বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে : চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একাধিপত্যবাদী নীতি গ্রহণ করেছে এবং এর মাধ্যমে তারা সারাবিশ্বের স্থিতিশীলতা বিনষ্ট করছে বলে অভিযোগ করেছে চীন।

২০১২ সালের পর প্রথমবারের মতো শ্বেতপত্র প্রকাশ করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে, আমেরিকার উসকানির কারণে আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতা বাড়ছে। শ্বেতপত্রে আরো বলা হয়েছে, ওয়াশিংটন একতরফা নীতি গ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে উসকানি ও প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে। এর মধ্যে আমেরিকা উল্লেখযোগ্যভাবে তার প্রতিরক্ষা খরচ বাড়িয়েছে। এর আওতায় তারা পরমাণু, আউটার স্পেস, সাইবার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে।
তাইওয়ানকে মার্কিন অস্ত্র দেয়া প্রসঙ্গে চীনা শ্বেতপত্রে বলা হয়েছে, বেইজিং কারো কাছে প্রতিশ্রুতি দেয় নি যে, প্রয়োজন হলেও তাইওয়ানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হবে না। শ্বেতপত্রে বলা হয়েছে- “চীন অবশ্যই একীভূত হবে। চীনের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে চীনের সক্ষমতা ও দৃঢ় প্রত্যয় রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে শ্বেতপত্রে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765