বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন




বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল অংশীজনের সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক হাসপাতাল অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২জুলাই) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোহিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাড: শাহ্ আলম টুকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার, সহকারী পরিচালক ডা: মুহাম্মদ হুসাইন শাফায়াত, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, রুপান্তরের নির্বাহি পরিচালক রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড: শরিফা হেমায়েত, প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ডালিয়া হালদার, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, রুপান্তরের ফোকাল পারসোন শিল্পি আক্তার ও আতাবুর রহমান টিপু।

বক্তারা, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা সেবা গ্রহনের বিভিন্ন সুবিধা অসুবিধা ও এর সমাধানের উপায় বিষয়ে আলোকপাত করেন।
আলেচনা সভায়, বিশেষজ্ঞ চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সেবিকা, অপরাজিতা, সেবা গ্রহীতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765