রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন




তারকা মঈনকে ‘জঙ্গি’ বললেন তসলিমা, আর্চারের প্রতিবাদ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা মঈন আলিকে নিয়ে একটি বিতর্কিত টুইট করেছিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। যা নিয়ে ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ক্রিকেট ভক্তদের তোপের মুখে পড়েছেন তসলিমা। ইংল্যান্ড জাতীয় দলে মঈনের সতীর্থ জোফরা আর্চারও রয়েছেন এই তালিকায়। তসলিমাকে উদ্দেশ্যে করে যিনি সরাসরি বলেছেন, ‘আপনি কি সুস্থ?’

 

সোমবার মঈনকে নিয়ে প্রথম টুইট করেন তসলিমা। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম জানায়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো থাকায় মঈন নিজের জার্সি থেকে সেই প্রতিষ্ঠানের লোগো তুলে নেওয়ার অনুরোধ করেছেন। তবে চেন্নাই দাবি করেছে, এই সংবাদটি ভুল।

তসলিমা এই খবর প্রকাশের পরই টুইটটি করে। লিখেন, ‘মঈন আলি ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে যোগ দিত।’

মঙ্গলবার তাসলিমার এ টুইটের জবাব দেন আর্চার। তসলিমার টুইটটি রি–টুইট করে আর্চার লিখেছেন, ‘আপনি কি সুস্থ? আমার মনে হয় না।’

এরপর নানা রকম নেতিবাচক মন্তব্যের শিকার হন তসলিমা নাসরিন। এ অবস্থায় মঙ্গলবার আরেকটি টুইট করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তসলিমা।

লিখেন, ‘নিন্দুকেরা ভালো করেই জানে, মঈন আলিকে নিয়ে করা টুইটটি ব্যঙ্গাত্মক। কিন্তু তারা এটাকে ইস্যু হিসেবে ধরে নিয়ে আমাকে অপদস্থ করছে। কারণ, আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করি এবং ধর্মান্ধতার বিরুদ্ধাচরণ করি। মানবজাতির অন্যতম মর্মান্তিক বিষয় হলো, নারীবাদের পক্ষ নেওয়া বামপন্থীরা নারীবাদের বিপক্ষে অবস্থান নেওয়া ইসলামপন্থীদের সমর্থন দেয়।’

কিন্তু তসলিমার এ ব্যাখ্যায় মোটেও খুশি নন আর্চার। তসলিমার এই টুইটও রি–টুইট করে লেখেন, ‘ব্যঙ্গাত্মক? কিন্তু কেউ তো হাসছে না, এমনকি আপনিও না, এখন অন্তত যে কাজটা আপনি করতে পারেন, তা হলো টুইটটি মুছে ফেলা।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765