শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন




দেশটা এখন জুয়াড়িদের দেশ হয়ে গেছে: ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

দেশটা এখন জুয়াড়িদের দেশ হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোটারবিহীন অবৈধ বর্তমান স্বৈরাচার সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত।’

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশটা এখন জুয়াড়িদের দেশ হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না। কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ার আশ্রয় নিয়েছে। তারা ভাবছে জুয়া খেলে যদি কোনো রকমে ক্ষমতায় টিকে থাকা যায়। কিন্তু যাবে না; কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ। এটা বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগের ছোট নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারীরা চুপচাপ চলে যান মান-ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাদের তাই করতে হয়। চাঁদা দাও নয়তো যাও।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ বেরিয়ে আসছে সরকারের পাপের ইতিহাস। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসছে।’

গত এক বছরে বিদেশে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দাবি করে তিনি আরও বলেন, ‘ক্যাসিনোগুলোতে কাজ করে বিদেশিরা। তারাই দেশের টাকা বিদেশে পাচার করছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সরকারের লোকেরা ইচ্ছামতো মানুষ খুন করে, ক্রসফায়ার করে। আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসা করলে বলা হয় জানি না। নিখুঁতভাবে গুম হয়ে যায় মানুষ। আমাদের এমপি পর্যন্ত বাদ যায়নি।’

এসময় মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোর্টে যাই জামিনের জন্য। বিচারপতি সব বক্তব্য শুনে চলে যান। বলেন, পরে আদেশ দেব। যখন ওপর থেকে নির্দেশ আসে পরে তিনি আদেশ দেন। এখন দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে দোষারোপ করেন পুলিশকে। পুলিশ কী করবে? ওপর মহল থেকে যা হুকুম হয়, নির্দেশ হয় পুলিশকে তা পালন করতে হয়। তারা হুকুম দিয়েছে নির্বাচনের সকল কেন্দ্র দখল করো, পুলিশ করেছে।’

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765