শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২০ অপরাহ্ন




সৃষ্টিকর্তাকে ভালবাসলে একজন মানুষ, মহামানুষে পরিনত হয় – স্বামী চেতনানন্দজী

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
বক্তৃতা করছেন আমেরিকার সেন্টলুইস সিটির বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী চেতনানন্দজী মহারাজ

আমেরিকার সেন্টলুইস সিটির বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী চেতনানন্দজী মহারাজ বলেছেন, সৃষ্টিকর্তাকে ভালবাসলে মানুষ মহামানুষে পরিনত হয়। তিনি পৃথিবীর সব স্থানে বিরাজমান। যারা তাকে ভালবাসবে তিনিও তাদের ভালবাসবেন। কিন্তু মানুষ ভালবাসে অর্থ ও সম্পদ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে ভক্ত সম্মেলন সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মানুষ যাকে বেশি ভালবাসে সারা সময় তার কথা স্মরণ করে। কিন্ত মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি ভালবাসা সৃষ্টিকর্তারই প্রাপ্য। সব অবস্থায় তাকে স্মরণ করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠের সহকারি সাধারণ সম্পাদক স্বামী বোধসারানন্দজী মহারা। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ মহারাজ, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি প্রফুল্ল কুমার পাল, জেলা ইসকন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা বাবুল সরদার, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, বাগেরহাটের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রদীপ বসু সন্তু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত রায় প্রমুখ।

ভক্ত সম্মেলনে, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বী সহস্রাধিক ভক্ত এ সম্মেলনে অংশগ্রহন করেন। ভক্তদেরকে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

এর আগে আমেরিকার সেন্টলুইস সিটির বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী চেতনানন্দজী মহারাজ বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে এস পৌছালে অভ্যর্থনা শেষে শিশুদের বিচিত্র অনুষ্ঠান পরির্দশন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765