বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন




লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষীপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

লক্ষ্মীপুরে খোরশেদ আলম মিরন প্রকাশ মিলন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে কেন এ হত্যাকাণ্ড তা জানাতে পারেনি কেউ। নিহত মিরন স্থানীয় দত্তপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি সদস্য (৬ নং ওয়ার্ড) এবং ধৈন্যপুর গ্রামের মৃত মনছুর আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানী লিটন ও পুলিশ জানায়, রাতে মিরন স্থানীয় লিটনের মুদি দোকানে একটি শালিসি বৈঠকের বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ মুখোশপরা বন্দুকধারী ৪ জন সন্ত্রাসী দোকানে ঢুকে পড়ে তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় একাধিক গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় দোকানে আড্ডারত অন্যরা সবাই আত্মরক্ষায় পালিয়ে যান। গুলির শব্দে দোকানি অচেতন হয়ে শুয়ে পড়েন।

পরে খবর পেয়ে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, থানার ওসি আবুলকালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে ঘটনাস্থল এলাকা ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতায় ঘিরে রাখে সিআইডি।

এদিকে নিহতের স্বজন আলেয়া বেগম জানান, স্থানীয় ভাবে কয়েকজনের সাথে পূর্ব বিরোধ ছিল তার। এ সংক্রান্ত মামলায় কারাভোগও করেন মিরন। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।

অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন চেয়ারম্যান।

এ ব্যাপারে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, ৪ জন মুখোশপরা সন্ত্রাসী মিরনকে গুলি করে হত্যা করেছে। তবে কেন এ হত্যাকাণ্ড তা জানাতে না পারলেও জড়িতরা পার পাবে না বলে জানিয়ে ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765