রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন




এবার রওশনকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে তার অনুসারীদের চিঠি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

এবার জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয়া হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে সংসদ ভবনের স্পিকার দফতরে এ চিঠি পৌঁছে দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি।

এর আগে বেলা ১১টার দিকে রওশন এরশাদের গুলশানের বাসায় বৈঠকে বসেন জাতীয় পার্টির বেশ কয়েকজন সিনিয়র নেতা ও সংসদ সদস্য।

বৈঠকে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্ধারণ করতে স্পিকারের কাছে পাঠানো চিঠির বিরোধিতা করেন তারা। এ সময় রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, ম্যাডাম (রওশন এরশাদ) স্পিকারকে সম্বোধন করে লিখেছেন, ‘আপনি আমাকে বিরোধীদলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেয়ার দায়িত্ব দেন। শুনতে পারলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে’।

চিঠিতে রওশন এরশাদ আরও বলেন, ‘৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একই সঙ্গে জানাতে চাই, উনি পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান’।

আগের দিন মঙ্গলবার দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয় জাতীয় পার্টি। দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল স্পিকারের দফতরে চিঠি পৌঁছে দেয়।

দলের ২২ জন সংসদ সদদ্যের মধ্যে ১৫ জন এতে স্বাক্ষরও করেন। তবে স্পিকার দেশের বাইরে থাকায় তিনি নিজে চিঠি গ্রহণ করতে পারেননি।

এ অবস্থার মধ্যে বুধবার রওশন এরশাদ করণীয় ঠিক করতে তার বাসায় জাতীয় পার্টির সিনিয়র নেতা এবং সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে ‘এমন চিঠি দেয়ার এখতিয়ার জিএম কাদেরের নেই’ বলে সাফ জানিয়ে দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আরেক প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু বলেন, ‘বিরোধীদলীয় নেতা হবে রওশন এরশাদই’।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির পার্লামেন্টারি কমিটির কোনো বৈঠক ছাড়া স্পিকারকে দেয়া জিএম কাদেরের চিঠিটির কোনো দাম নাই’।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘জিএম কাদের পার্লামেন্টারি কমিটির কোনো বৈঠক না করেই লুকিয়ে এই চিঠি দিয়ে থাকলে আমি ও আমরা সে বিষয়ে কিছু জানি না’।

তিনি বলেন, ‘আমি তো এক নগণ্য এমপি। আমাকে তো কোনো নোটিস বা ফোন দেয়া হয়নি। যে চিঠি দেয়া হয়েছে বলে শুনছি, সেটি প্রপার না’।

পরে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় রওশন এরশাদ তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে দলের রাজনীতি নিয়ে তিনি নিজেই সাংবাদিকদের ব্রিফ করবেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ। তিনি দলের কো-চেয়ারম্যানের পাশাপাশি চলতি একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বেও রয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765