বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন




বাগেরহাটে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার(২৬ অক্টোবর) সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রেস ক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, কমিউনিটি পুলিশিং বাগেরহাট জেলা সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু প্রমুখ।
বক্তরা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদসহ নানা অপরাধ দমনে পুলিশ জনগনকে সাথে নিয়ে কাজ করবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765