শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১১ অপরাহ্ন




বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১৪ কিঃমিঃ যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

শেষমুহূর্তেও যানজট থেকে মুক্তি মেলেনি ঈদে ঘরমুখো যাত্রীদের। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে রোববার সকাল থেকেই যানজট দেখা গেছে।

সেতুর পশ্চিমে কড্ডার মোড় থেকে নলকা সেতু পর্যন্ত ১৪ কিঃ মিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী অনেক বাস সিরাজগঞ্জ জেলা শহর ঘুরে যেতে দেখা গেছে।

অপরদিকে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল মোড় থেকে ভুইয়াগাতী পর্যন্ত সকাল ৮টা থেকেই থেমে থেমে যানজট রয়েছে। এছাড়াও হাটিকুমরুল মোড় থেকে নাটোর-বনপাড়া মহাসড়কে চলাচলকারী যানবাহন ধীর গতিতে চলছে।

এম.এ. মতিন বাস টার্মিনালের জেনিন সার্ভিস বাস কাউন্টারের ম্যানেজার মানিক হোসেন জানান, মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে উত্তরাঞ্চলগামী দূরপাল্লার অনেক বাস শহর দিয়ে চলাচল করছে।

সুপরভাইজার মোঃ শাহেদ শেখ সকাল সোয়া ৮টার দিকে জানান, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল মোড় থেকে ভুইয়াগাতী পর্যন্ত থেমে থেমে যানজট রয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম বলেন, রোববার সকালে সেতুর পশ্চিম পাড়ে যানজট থাকায় উত্তরাঞ্চলগামী বাস শহর দিয়ে চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সেতুর পশ্চিম পাড়ে কড্ডার পশ্চিমে কোনবাড়ি ও নলকা এলাকায় কিছুটা যানজট থাকলেও বড় ধরনের সমস্যা হয়নি। থেমে থেমে যাচ্ছে গাড়িগুলো।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ আকতার হোসেন জানান, হাটিকুমরুল মোড়ে কোন সমস্যা নেই। হাটিকুমরুল মোড় থেকে সেতু ও চান্দাইকোনা অভিমুখে যানবাহনের ধীর গতি রয়েছে। শনিবারের মত বড় ধরনের যানজট হয়নি বলেও দাবি তার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765