মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন




পেঁয়াজের বাজার অস্থির : ঢাকায় ১১০, খুলনায় ১২০

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দেয়ায় দেশের বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। আজ ঢাকায় কেজিতে ১০০ থেকে ১১০ টাকা। ঢাকার বাইরে খুলনায় ১২০ টাকা। গতকাল বিকালেও এসব বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৭৫ টাকা দরে।

রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক কেজি কিনতে হচ্ছে ১১০ টাকায়। ভারতীয় পেঁয়াজ ও অনেকটা দেশি পেঁয়াজের মতো দেখতে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে এক পাল্লা ৪৫০ টাকায়। খুচরা বাজারে দাম আরও কিছুটা বেশি।

এছাড়া খুলনায় প্রতিকেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। খুলনার বিভিন্ন বাজারে খুচরা বিক্রেতারা দোকানে পেঁয়াজের দাম ১ কেজি সমান ১২০ টাকা চার্ট আকারে দিয়ে রেখেছেন।

ব্যবসায়ীরা বলছেন, গতকাল ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় এর প্রভাব বাংলাদেশে পড়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকেই দেশের বাজারে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। গত ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্য টনপ্রতি ৮৫০ ডলার বেঁধে দেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765