মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন




ঝালকাঠিতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা প্রকল্পের উদ্বোধন 

ঝালকাটি প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
ঝালকাঠিতে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’।
বুধবার সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প অফিসে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলার সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামিম আহমেদ, বরিশাল জেলার প্রশিক্ষক আবরারুল হক, ঝালকাঠির প্রশিক্ষক মো. আরমান।
এ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলায় প্রতি মাসে ২৫ জন করে পণের মাসে ৩৭৫ জন আগ্রহী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। একমাস প্রশিক্ষণের পর একজন প্রশিক্ষণার্থী ব্যবসা শুরুর প্রক্রিয়া, আরজেএসসি নিবন্ধন, শুল্ক ও ভ্যাট, আমদানি-রপ্তানি, ব্যবস্থাপনা দক্ষতা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এলসি, ঋণ ও বীমা, বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণার্থিদের।
image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765