শনিবার, ২৩ মার্চ ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন




ভারত-ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নতুনবার্তা ডেস্ক :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষ হতে চলেছে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান ইতিমধ্যে সেমিফাইনালের হিসাব নিকাশ থেকে বাদ পড়েছে। অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের শেষ চার নিশ্চিত। সেমির চার নম্বর জায়গাটির জন্য লড়ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। কিউইদের  টপকে শেষ চারে উঠতে পারে পাকিস্তানও। তবে সেক্ষেত্রে তাদের করতে হবে বিশ্বরেকর্ড।

প্রথমে বিশ্বকাপের পয়েন্ট টেবিলটা দেখে নেওয়া যাক। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের শেষ ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অ্যারন ফিঞ্চের দল যদি সেই ম্যাচে না হারে তাহলে শীর্ষে থাকবে তারাই। অজিরা হেরে গেলে, আর ভারত যদি শেষ ম্যাচে শ্রীলংকাকে হারায় তাহলে শীর্ষে উঠে যাবে বিরাট কোহলির দল। ৮ ম্যাচে কোহলিদের পয়েন্ট ১৩।

৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড আর ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। শেষ চারে উঠতে হলে নিউজিল্যান্ডকে স্থানচুত্য করতে হবে পাকিস্তানের। আর পরিসংখ্যান বলছে কাজটি মোটেও সহজ হবে না। রানরেটে পাকিস্তানের (-.৭৯২) চেয়ে ঢের এগিয়ে নিউজিল্যান্ডের (+.১৭৫)। সেমিতে উঠতে হলে রান রেটটা শোধরাতে হবে পাকিস্তানকে।

রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে হলে পাকিস্তানকে জিততে হবে বিশাল ব্যবধানে। বাংলাদেশকে এই ম্যাচে তিনশ রানেরও বেশি ব্যবধানে হারাতে হবে সরফরাজদের। তারপর হবে রান রেটের হিসাব। সমীকরণটা এই রকম: প্রথমে ব্যাটিং করতে হবে পাকিস্তানকে। ব্যাট করে ৩৫০ রান করলে পাকিস্তানকে জিততে হবে ৩১১ রান। ৪০০ রান করলে জিততে হবে ৩১৬ রানে। ৪৫০ রান করলে জিততে হবে ৩২১ রানে।

ম্যাচ শুরু হওয়ার আগেও পাকিস্তানের শেষ চারে যাওয়ার স্বপ্ন ভেঙে যেতে পারে। কারণ বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে তাহলে আর কোনো সমীকরণেই পার পাবে না পাকিস্তান। তাই চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের শেষ চারে খেলাটা প্রায় নিশ্চিত।

এখন প্রশ্ন হচ্ছে, শেষ চারে কে কার বিপক্ষে খেলছে। সেমিফাইনালের পুরো লাইন আপ নির্ভর করছে ভারত-শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর। ভারত যদি জেতে আর অস্ট্রেলিয়া যদি হারে তাহলে পয়েন্ট টেবিলের পরিবর্তন আসবে। টুর্নামেন্টের নিয়মানুয়ায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি খেলবে টেবিলের চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। তিন ও চার নম্বর জায়গাটি মোটামুটি নিশ্চিত। তিনে ইংল্যান্ড ও চারে রয়েছে নিউজিল্যান্ড।

দোটানা, প্রথম ও দ্বিতীয় স্থান নিয়ে। শেষ চারে ইংল্যান্ডকে চাইবে না ভারত অস্ট্রেলিয়ার কেউই। কারণ দ্বিতীয় স্থানে থাকলেই দেখা হবে ইংল্যান্ডের সাথে। আর গত দুইটা ম্যাচে ইংলিশরা যেভাবে খেলেছে তাতে করে অনেকেই তাদের ফাইনালে দেখছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765