শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন




সুন্দরবনে তিনটি অজগর অবমুক্ত

শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বাগেরহাটের শরণখোলার পৃথক তিনটি গ্রাম থেকে ৩টি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলার তাপালবাড়ি এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়। এরআগে সোমবার বিকালে বনসংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা ও রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রাম থেকে আরো দুটি সাপ উদ্ধার করে ওয়াইল্ড টিমের সদস্যরা ।

ওয়াইল্ড টিমের মাঠকর্মী মো. আবু নাইম জানান, সোনাতলা গ্রামের আ. হক মল্লিকের মুরগির খোপ থেকে প্রায় ১০ফুট লম্বা অজগরটি ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উদ্ধার করে। অপরদিকে, লাকুড়তরা গ্রামের সঞ্জয় কুলুর বাড়ির কুমড়ার মাচার জালে আটকে পড়া প্রায় ৮ফুট লম্বা অজগরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় তাপালবাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া অজগরটি শরনখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকালে গতকাল উদ্ধার হওয়া সাপ দুটি ১ নম্বর শরণখোলা ও ২৪ নম্বর ভোলা কম্পার্টমেন্ট এলাকার বনে অবমুক্ত করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765