শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি ছাত্র নিহত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
ফিরোজ-উল আমিন। ছবি : এনআরবি নিউজ।

দুর্বৃত্তের বন্দুকের গুলিতে ৫ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি মেধাবি ছাত্র প্রাণ হারিয়েছেন। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সিকিউরিটি বিষয়ে পিএইচডি ক্লাসের ছাত্র মো. ফিরোজ-উল-আমিনকে (২৯) শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টায় লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রোজে একটি গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় ছিনতাইকারীরা ফিরোজকে গুলি করে হত্যা করেছে। ব্যাটন রোজের পুলিশ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি শহিদের মালিকানাধীন ‘মি. লাকী’স ভ্যালারো গ্যাস স্টেশন’-এ রাতের শিফটে কাজ করছিলেন গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ সংলগ্ন এলাকার ফিরোজ। গত বছর এই সময়েই বাংলাদেশে তার বাবা মারা যান। তিনি ছিলেন একমাত্র পুত্র সন্তান। তার এ মর্মান্তিক মৃত্যু সংবাদ জেনে একমাত্র বোন এবং মা পাগলের মত হয়ে টেলিফোনে ফিরোজের ঘনিষ্ঠ বন্ধুদের অনুরোধ জানিয়েছেন ছেলের লাশ যেন পাঠিয়ে দেয়া হয়।
একই ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেয়া ড. রিয়াজ শনিবার রাতে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, ‘আসছে ডিসেম্বরেই বাংলাদেশে যাবার কথা ছিল ফিরোজের। সে সময় ফিরোজের বিয়ে হবে এজন্যে সে গত কয়েক মাস যাবত ওই গ্যাস স্টেশনে কাজ করছিলেন। গত সপ্তাহেই বিয়ের আংটি ক্রয় করেছেন ফিরোজ। পরিকল্পনা ছিল নবপরিনীতাকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন মধুচন্দ্রিমায়। এরপর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্ত্রীকে এখানে আনতে চেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ কৃতিত্বের সাথে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করা ফিরোজ। কিন্তু ঘাতকের বুলেট সবকিছু তছনছ করে দিল। এ ঘটনায় লুইজিয়ানার সর্বস্তরের প্রবাসীকে শোকে আচ্ছন্ন করেছে।

এ হত্যাকাণ্ডে ব্যথিত লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা আর্নি ব্যালার্ড এনআরবি নিউজকে জানান, ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পিএইচডি করছিলেন ফিরোজ। ডিজিটাল ফরেনসিক, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং মালওয়্যারে এনালাইসিসে বিশেষভাবে পারদর্শী অধ্যাপক গোল্ডেন জি রিচার্ডের অধীনে ফিরোজ কাজ করছিলেন।

এ প্রসঙ্গে অধ্যাপক গোল্ডেন জানান যে, তার ল্যাবরেটরিতে মালওয়্যারে এনালাইসিস এবং সাইবার সিকিউরিটি বিষয়ে গবেষণা করতেন ফিরোজ। ফিরোজ ছিলেন অত্যন্ত মেধাবী। তার এই কোর্স শেষ হবার কথা ২০২৩ সালে।

প্রায় একই এলাকা তথা নিউঅর্লিন্সের রিজিওনাল ট্র্যাঞ্জিট কমিশনার ড. মোস্তফা সারওয়ার মেধাবী ছাত্র ফিরোজের মৃত্যু সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে এনআরবি নিউজকে বলেন, ‘ময়না তদন্ত শেষে সোমবার নাগাদ তার লাশ পাওয়া যেতে পারে। এরপরই তার মায়ের ইচ্ছায় লাশটি বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে।’

ড. রিয়াজ রবিবার ভোর রাতে এ সংবাদদাতাকে আরও জানান যে, ফিরোজের ঘাতককে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্যাস স্টেশনসহ আশপাশের সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এর ঠিক ৫ দিন আগে অর্থাৎ সোমবার ভোররাত সাড়ে ৪টায় নিউইয়র্ক সিটির রিচমন্ড হীল এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. শাহেদ উদ্দিন (২৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তার বাবা যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবরউদ্দিনের বাসায় কুলখানী অনুষ্ঠিত হয়। সে সময় জানানো হয় যে, শাহেদের ঘাতক এখনও গ্রেফতার হয়নি। তবে পুলিশ নাকি সাড়াশী অভিযান চালাচ্ছে গ্রেফতারের জন্যে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765