শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন




মোরেলগঞ্জের চিংড়াখালীকে মডেল ইউনিয়ন করতে চান সমাজসেবক শ্যামল চন্দ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার অবহেলিত চিংড়াখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন নির্মাণ করতে চান সমাজসেবক শ্যামল কুমার চন্দ। এজন্য তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পিছিয়ে পড়া চিংড়াখালী ইউনিয়নের দারিদ্র বিমোচন, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন, শিক্ষার মান উন্নয়ন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়নসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন।
শ্যামল কুমার চন্দ্র বলেন, ছোটবেলা থেকেই তিনি সমাজসেবার সাথে জড়িত। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সারা জীবন মানুষের সেবা করে চলেছেন। শিক্ষাকতাকে পেশা হিসেবে নিলেও আজীবন মানব কল্যাণে কাজ করেছেন।
নানাবিধ কারণে মোরেলগঞ্জ উপজেলার ৬ নং চিংড়াখালী ইউনিয়ন এখনও অবহেলিত। এই ইউনিয়নবাসির সেবা করার জন্য  তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নৌকা প্রতীক পেয়ে তিনি বিজয়ী হলেন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সোনার বাংলা বিনির্মাণে চিংড়াখালী ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে তৈরি করবেন। প্রয়োজনীয় রাস্তাঘাট এবং সাঁকো কালভার্ট নির্মাণসহ জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে নিয়ে একটি সময়োপযোগী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবেন এই শিক্ষানুরাগী।
image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765