শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন




বুলগেরিয়া যাচ্ছেন লালমণিরহাটের মার্শাল আর্ট কণ্যা সান্তনা

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

বুলগেরিয়া সফরে যাচ্ছেন লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্তনা রানী রায়। আগামী ২৪ থেকে ৩০ আগস্ট বুলগেরিয়ায় অনুষ্ঠিত ২১তম বিশ্ব ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফাউন্ডেশন (আইটিএফ) প্রতিযোগিতায় অংশ গ্রহনের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সান্তনা রানী রায়সহ মোট পাঁচজন।

জানা গেছে, আর্থিক সঙ্কটের কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল তার এ সফর। পরে বিভিন্ন গণমাধ্যমে মার্শাল আর্ট কন্যাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তাকে আর্থিক সহযোগিতা করতে এগিয়ে আসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ। পরে গত ১৯ আগষ্ট তার বুলগেরিয়া সফর নিশ্চিত হয়।

মার্শাল আর্ট কন্যা সান্তনা বলেন, আমি হতাশ হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আমার বুলগেরিয়া সফর আর হবে না। ঠিক অন্তিম মুহূর্তে এগিয়ে আসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ।

হেড অব বিকাশ কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম জানান, আন্তর্জাতিক পরিমন্ডলে এরই মধ্যে সাফল্য পেয়েছে। সান্তনার এগিয়ে যাওয়া যেন থেমে না যায়, সেজন্যই তার পাশে দাঁড়াতে চেষ্টা করেছে বিকাশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নেই এবারের বিশ্ব তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সান্তনার অংশগ্রহণ যেন নিশ্চিত হয়। আমরা তার সাফল্য কামনা করছি।

সান্তনা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের সুবাস চন্দ্র রায় ও যমুনা রানীর মেয়ে। প্রান্তিক কৃষক পরিবার মেয়ে সান্তনা রানী রায় তিন বোন এক ভাইয়ের মধ্যে বড়। রাজশাহী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করে এলএলবি শেষ করছেন। শৈশবে গ্রামে নিজের আত্মরক্ষার তাগিদেই হাতে-খড়ি মার্শাল আর্টের। আর সেই মার্শাল আর্টই সান্তনার এখন পথচলার সঙ্গী।
সান্তনা দেশে ও বিদেশে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় এখন পর্যন্ত আটটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন।

প্রসঙ্গ,আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে ২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে, ২০১৭ সালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ও চলতি বছর ভারতের রাজধানী নয়া দিল্লিতে তিনি গিয়ে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765