শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন




বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

বাগেরহাটে গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে ও জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদের সঞ্চলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সিনিয়ার সহ- সভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল, রামপাল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনু, চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডা, জেলা তাঁতীদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুবনেতা মো. সোহেল তরফদার, শ্রমিক নেতা মো. বাদশা মুনন্সি প্রমুখ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, সে দিন গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি নিজেদের গদি ঠিক রাখতে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রিয় নেত্রীকে মুক্তি করে ছাড়বে। জাতীয়তাবাদী শক্তি একত্ববদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে অংশ নিবে। গণ আন্দোলনের মুখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765