শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন




বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধিতে নেয়া বিভিন্ন পদক্ষেপ বিষয়ে সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধিতে নেয়া বিভিন্ন পদক্ষেপ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচলক শেখ মোঃ আদম, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি নকীব সিরাজুল হক, সাবেক সভাপতি বাবুল সরদার, সুশীলনের প্রকল্প সম্বন্নয়কারী মোজাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ওর্য়াকিং কমিটি পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালিকরণে স্থানীয় সরকারকে এ্যাডভোকেসির মাধ্যমে উদ্বুদ্ধ করনের ফলে বিগত তিন বছরে পরিবার পরকিল্পনা সেবার মান দৃশ্যমান উন্নতি হয়েছে।
মেরী স্টোপস বাংলাদেশ-এর সহযোগতিায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন ২০১৮ সাল থেকে জেলা এ্যাডভোকেসি ওর্য়াকিং কমিটি সকল সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বর্পূণ ভুমকিা রাখছে।

তাই জেলা পরিবার পরিকল্পনা ব্যবস্থা কমিটিতে জেলা এ্যাডভোকিেস ওর্য়াকিং কমিটির সদস্যদের অর্ন্তভূক্ত করলে আরো গতিশীলতা আসবে। জেলা প্রশাসক পরবর্তি পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
সভায় বিভিন্ন সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765