শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন




বাগেরহাটে তিন দিনব্যাপী মৎস্য মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক রণজিৎ কুমার পাল।

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী মৎস্য মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা মৎস্য অফিসের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক রণজিৎ কুমার পাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক, সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, উপ-সহকারী পরিচালক ইউসুফ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম জাহাঙ্গীর কবির প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী- বেসরকারী পর্যায়ের ১২ স্টল অংশ নিয়েছে। আগামী রোববার এই মেলা শেষ হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765