বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন




দ. আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে শিবচরের যুবকের মৃত্যু

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

জীবিকার তাগিদে সাউথ আফ্রিকা গিয়ে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে শিবচরের ইমরান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে সাউথ আফ্রিকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার রাতে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয় ইমরান। ইমরানের খালাতো ভাই আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে জমি বিক্রি করে ও ধার করা টাকায় ইমরান সাউথ আফ্রিকা যায়। সাউথ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করত ইমরান। সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত এসে হানা দেয় তার দোকানে।

ডাকাতি শেষে দোকান আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতেরা। এ সময় আবদুর রহিম নামের শিবচরের আরও এক যুবকও আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে আহত রহিম চিকিৎসাধীন রয়েছে।

ইমরানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারি চলতে থাকে। শোক নেমে আসে পুরো এলাকায়।

নিহত ইমরান উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে।

নিহত ইমরানের খালাতো ভাই আবদুস সালাম বলেন, ডাকাতি করতে এসে ওর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতেরা। ওখানকার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু আজ ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

One thought on "দ. আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে শিবচরের যুবকের মৃত্যু"

  1. suylfwomma says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply to suylfwomma Cancel reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765