রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন




দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

ময়মনসিংহ প্রতিনিধি

সারা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস মোটামুটি নির্মূল হয়েছে, মাদক নিয়ন্ত্রণ হলেও এখনও কিছু রয়েছে। যা চিরতরে নির্মূলে কাজ করছে পুলিশ।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নানা দিক দিয়ে। প্রযুক্তির ব্যবহার হচ্ছে গ্রামে-গঞ্জে। ভবিষ্যতে এর আরো বিস্তৃতি লাভ করবে।

পুলিশের প্রশংসা করে মন্ত্রী বলেন, সাধারন মানুষ এক সময় পুলিশকে ভিন্ন চোখে দেখলেও পুলিশ তাদের সেবা দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ভ্রান্তি দূর করতে সচেষ্ট হয়েছেন। অনলাইনে সাধারণ মানুষ পুলিশিং সুবিধা পাবে বলেও জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী ফিতা কেটে পুলিশ লাইন মাঠে চেতনায় অম্লান ভাস্কর্য, কোতোয়ালি মডেল থানা ও ভালুকা মডেল থানা অনলাইন জিডির পরীক্ষামূলক উদ্বোধন ও জেলা পুলিশের মোবাইল এপ্লিকেশনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজীম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।

এছাড়া ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট জহিরুল ইসলাম খোকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, যাদুশিল্পী জুয়েল আইচ, ময়মনসিংহ রেঞ্জ ডিইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতারা।

সমাবেশকে সফল করতে বিভিন্ন জায়গা থেকে সকাল থেকেই মিছিল আসতে শুরু করে পুলিশ লাইন মাঠে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765