শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন




জুমার নামাজের ফজিলত

মাওলানা আবদুর রশিদ
  • প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০১৯
জুমা

জুমার নামাজের ফজিলত অপরিসীম। হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যখন জুমার দিন আসে এবং নামাজের সময় হয় তখন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং পূর্বাগমনের হিসাব অনুযায়ী তাদের নামের তালিকা করেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি হৃষ্টপুষ্ট উট কোরবানি করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী কোরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মেষ বা বকরি কোরবানি করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মুরগি কোরবানি করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি ডিম আল্লাহর রাস্তায় দান করে। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগের সঙ্গে খুতবা শুনতে থাকেন।’ বুখারি। হজরত আউস ইবনে আউস আস সাকাফি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করবে ও করাবে, অতঃপর সকাল সকাল প্রস্তুত হয়ে কোনো কিছুতে সওয়ার হওয়া ছাড়া হেঁটে মসজিদে যাবে এবং ইমামের খুব কাছে বসে খুতবা শুনবে এবং কোনোরূপ অনর্থক কাজ করবে না, তার প্রতি কদমে এক বছর নফল রোজা ও নামাজ আদায় করার সওয়াব দান করা হবে।’ সুনানে আবু দাউদ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘কোনো মুসলমান জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করলে আল্লাহ তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল-জওয়াব ও আজাব থেকে রক্ষা করবেন।’ তিরমিজি, মিশকাত। হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীতে এমন একটি খেজুর গাছের খুঁটি ছিল যার সঙ্গে হেলান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন অর্থাৎ দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপর যখন তাঁর জন্য মিম্বার স্থাপন করা হলো, তখন আমরা খুঁটি থেকে ১০ মাসের গর্ভবতী উটনীর কান্নার আওয়াজ শুনতে পেলাম। এমনকি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে এসে খুঁটির ওপর হাত রাখলেন তখন কান্না বন্ধ হলো। বুখারি

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765