শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন




কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ আওয়ামী লীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুফিদ আলম (৩৯) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া মহিলা মাদ্রাসার পেছনে নাফ নদের পাশে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মুফিদ নয়াপাড়া গ্রামের মৃত নজির আহমদের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘নিহত মুফিদ চিহ্নিত মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মুফিদ জানায়, ইয়াবার একটি চালান নয়াপাড়া মহিলা মাদ্রাসার পেছনে নাফ নদের পাশে মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুফিদের সহযোগীরা গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল রুবেল মিয়া ও মনির হোসেন আহত হন। পুলিশও জানমাল রক্ষায় পাল্টা ৩৮ রাউন্ড গুলি চালায়। এ সময় আটক মুফিদ আলম গুলিবিদ্ধ হন। অস্ত্রধারী মাদক চোরাকারবারিরা গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গুরুতর আহত গুলিবিদ্ধ মুফিদ আলমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ৮-৯ বছর আগে মুফিদ আলম এলাকায় পানের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এর কয়েক বছর পর এলাকার কৃষকদের কাছ থেকে লবণ কিনে ঢাকায় সরবরাহ করেন। আর ২০১২ সালের পর ইয়াবা ব্যবসায় জড়িয়ে বহু টাকার মালিক বনে যান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন, ‘মুফিদ আলম আওয়ামী লীগের সক্রিয় নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড কমিটির সহ-সভাপতি এবং হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক। কেউ অপরাধ করলে তার দায়ভার দল নেবে না।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765