বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন




সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনকে অপসারণ: আইনমন্ত্রী

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘তিনি (তুরিন আফরোজ) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে, ২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে যোগ দেন প্রসিকিউটর তুরিন আফরোজ। গোলাম আযমসহ গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন তিনি। তার বিরুদ্ধে মা-ভাইয়ের জমি দখলেরও অভিযোগ রয়েছে। প্রায় দেড় বছর ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে বৈঠকের অভিযোগে প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে তদন্ত চলছিল।

অবশেষে সোমবার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765