“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোল্লাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে ফলদ বুক্ষ মেলা উদ্বোধন হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন- প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবউন্নয়ন অফিসার এস,এম, মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল বিশ্বাস।