মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন




ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Brazilian riot police prepare to invade the Puraquequara Prison facility at Bela Vista community, Puraquequara neighborhood at the city of Manaus, Amazonas state on May 27, 2019. - At least 40 inmates were killed in four jails in northern Brazil on Monday, authorities said, in the latest wave of violence to rock the country's severely overpopulated and dangerous prison system. (Photo by Sandro Pereira / AFP) (Photo credit should read SANDRO PEREIRA/AFP/Getty Images)

ব্রাজিলের একটি কারাগারে দুই গ্যাংয়ের দাঙ্গায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, দেশটির পার স্টেটের আলতামিরা কারাগারে প্রায় ৫ ঘণ্টা ধরে এই দাঙ্গা চলে। কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর হামলা চালায়। একটি সেলে দেওয়া হয় আগুন।

কারা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা কারাগারের অভ্যন্তরে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পেয়েছে। হতাহত অন্যদের বেশির ভাগই ধোয়া আচ্ছন্ন হয়ে মারা গেছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, ২০০ বন্দী ধারণ ক্ষমতার ওই কারাগারটিতে বন্দীর সংখ্যা ছিল ৩১১ জন।

ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। ২০১৭ সালের জানুয়ারিতে কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় ১৩০ জনের বেশি বন্দি নিহত হয়েছিল।

এছাড়া গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনে দাঙ্গায় নিহত হয়েছিল ৪০ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765