শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন




বাজেট নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন শুক্রবার বিকালে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

নতুন (২০১৯-২০) অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এদিন বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন।

এই প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এতে দলের মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্যদের কয়েকজন উপস্থিত থাকবেন।’

এরআগে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেটকে ঋণনির্ভর হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার বিকালে তার হোটেল সারিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়ায় একমাত্র অনির্বাচিত বাংলাদেশের বর্তমান সরকার। এই সরকারের বাজেট দেওয়া নৈতিক অধিকার নেই। এটা একটা ঋণ নির্ভর বাজেট। এই বাজেটে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।’ তিনি দাবি করেন, ‘দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে।’

নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটের কারণে অর্থনীতি পুরোপুরি ঋণনির্ভর হয়ে পড়বে বলে দাবি করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই ঋণ শোধ দিতে দেশের মানুষের ওপর সরাসরি প্রভাব পড়বে। নাগরিকদের ভুগতে হবে চরমভাবে।’ তিনি বলেন, ‘যে বাজেট আওয়ামী লীগ সরকার দিয়েছে, যে অর্থনৈতিক কর্মকাণ্ড দেশে চলছে, এটা একটি শ্রেণির সুযোগ-সুবিধার জন্য মাত্র।। জনগণকে বাইরে রেখে যেমন নির্বাচন করেছে, তেমনি অর্থনীতিতেও জনগণকে বাইরে রেখেই বাজেট দিয়েছে।’

এদিকে, প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেছেন সরকারবিরোধী দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিল করে বাজেট স্বাগত জানালেও বিরোধী নেতারা বলছেন, এই বাজেটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠী দরিদ্র জনগোষ্ঠী। বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সেক্রেটারি আবদুল মালেক রতন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765