রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন




বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি উদ্যেগে ষাটগুম্বজে খেলনা প্রদান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯
ঐতিহাসিক ষাটগুম্বুজের শিশু চত্ত্বরে খেলনা প্রদান করেন বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিষ্টার জাকির হোসেন

বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি উদ্যেগে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদের শিশু চত্বরে, কোমলমতি শিশুদের জন্য শিশু বান্ধব খেলনা রিভলভিং চেয়ার প্রদান করা হয়েছে।সকালে বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিষ্টার জাকির হোসেন উপস্থিত থেকে এই খেলনা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রত্নতত্ব অধিদপ্তরের  কাষ্টোডিয়ান গোলাম ফেরদাউস, ষাটগম্বুজ বায়তুশ শরফ হেফজখানার সভাপতি শেখ শামীম হাসান, এতিমখানার কোষাধ্যক্ষ মইজুর আলম বাবলা, কামরুজ্জামান শিমুল, জাহাঙ্গীর শাহ, রুহল শেখ, আরিফ শেখ প্রমুখ।

 

ব্যারিষ্টার জাকির হোসেন বলেন, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ বাগেরহাটবাসীর অহংকার। এই ষাটগুম্বজ মসজিদ ঘিরে বাগেরহাট আলদা ভাবে গড়ে উঠতে পারে।এখানে আসতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি। এই স্পটে দেশ-বিদেশের হাজার হাজার মানুষ আসে শিশুদের সাথে নিয়ে। তাই এখানে আসা শিশূদের আনন্দ দিতে তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765