শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন




বাগেরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাটে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিনশ বছরের পুরানো ঐতিহ্যবাহী বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের গোপাল জিউর মন্দিরে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী জড়ো হয়ে পূর্ণলাভের আশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটানে অংশ নেন। এছাড়া বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুরের শিববাড়ী মন্দির এবং বাগেরহাট শহরের শ্রী শ্রী গোবিন্দ মন্দিরেও রথযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুলাই জগন্নাথ দেবের উল্টোটান অনুষ্ঠিত হবে।
রথটানের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) মো. শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন প্রমূখ।
রথযাত্রা উপলক্ষে পূজা অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, রামায়ণ, কীর্তন গানসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া রথযাত্রা উপলক্ষে বসেছে মাসব্যাপী মেলা।
এদিকে আমাদের ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, ফকিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে ডহরমৌভোগ রথযাত্রা উৎসব উদযাপন কমিটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রা অনুষ্ঠানের প্রথম টান অনুষ্ঠিত হয়। এসময় উৎযাপন কমিটির সভাপতি অনিল কুমার রায়, সাধারন সম্পাদক যোগেশ তরফদার, যুগ্ম সম্পাদক অজামিল ঢালী, ইউপি সদস্য নিতিশ ঢালী, গুরুদাশ অধিকারী, সন্ধ্যা রানী মন্ডল, ¯^পন ঢালী, সরোজিৎ রায়, বনমালী বিশ্বাস, সমীরন ঢালী, রমেশ মজুমদার, সুবোধ রায় সহ আগত শত শত ভক্তবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। ৯দিন ব্যাপি রথযাত্রা উৎসব উপলক্ষে মন্দির কমিটি মেলার আয়োজনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765