খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে আরো তিন জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় খুমেকের পিসিআর ল্যাবে ১১৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের বাড়ী খুলনার রূপসা উপজেলার কালিবাড়ি, একজন কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও একজন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন বাগেরহাটের করোনাভাইরাস সনাক্ত, দুই বাড়ি লকডাউন, ১৪ জনের নমুনা সংগ্রহ(ভিডিও)