শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন




প্রত্যেক ঘটনার পিছনে সরকারি দলের সদস্যরা জড়িত: গণফোরাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

গণফোরামর নেতৃবৃন্দ বলেছেন, দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। উত্তর বঙ্গে প্রায় ৪৫ লক্ষ লোক পানিবন্দী। সুষ্ঠ ত্রাণকার্য পরিচালনা করছে না। হত্যা-খুন-ধর্ষণ বেড়েই চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। প্রত্যেকটি ঘটনার পিছনে সরকারি দলের সদস্যরা জড়িত। সরকার সব জায়গায় ব্যর্থ। দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, বাক-ব্যক্তির স্বাধীনতা নেই।

শনিবার রাজধানীতে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যুব গণফোরামের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর জেনারেল (অব.) আমসা আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন যুব গণফোরামের কেন্দ্রীয় কমিটির মো. নাছির হোসেন।
গণফেরামের নেতারা আরো বলেন, ভোটারবিহীন নির্বাচনে, পুলিশ ও প্রশাসনের মাধ্যমে আগের রাতে ছিনিয়ে নেয়া তথাকথিত নির্বাচিত সরকারের কাছে এর বেশি আশা করা বাতুলতা মাত্র। তারা যুব সমাজকে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার, বেকারত্ব, খুন-ধর্ষণ, চলমান দুর্নীতি ও জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

যুব গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: সভায় সর্বসম্মতিক্রমে মো. নাছির হোসেনকে আহ্বায়ক, অ্যাডভোকেট শরিফুল ইসলাম সজল, ডা. আলাউদ্দিন, মো. জাহাঙ্গীর হাসান, এলিজা রহমানকে যুগ্ম আহ্বায়ক ও মুহাম্মদ উল্লাহ মধুকে সদস্য সচিব করে ৫১ সদস্যের যুব গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ঢাকা মহানগর যুব গণফোরাম আহ্বায়ক কমিটি: সভায় অ্যাডভোকেট শরিফুল ইসলাম সজলকে আহ্বায়ক, রবিউল ইসলাম, এলিজা রহমান, তৌফিকুল ইসলাম পলাশকে যুগ্ম আহ্বায়ক ও জহিরুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর যুব গণফোরাম আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765