রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন




টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ আমিরের অবসর

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
মোহাম্মদ আমির। ফাইল ছবি

পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলেন ডানহাতি এ পেসার।

শুক্রবার সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে আমির বলেন, পাকিস্তানের হয়ে টেস্টের ঐতিহ্যবাহী ফরম্যাটে প্রতিনিধিত্ব করা একটি সম্মানের ব্যাপার। আমি লংগার ভার্সনের এই সংস্করণ থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভালোভাবে মনোনিবেশ করার জন্যই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি।

২০০৯ সালের ৪ জুলাই শ্রীলংকার বিখ্যাত গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আমিরের। জাতীয় দলে অভিষেকর পর পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ১১৯ উইকেট শিকার করেন তিনি।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া আমির বলেন, পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে আমার খুব ভালো লাগে। আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দলের হয়ে আসন্ন সব চ্যালেঞ্জিং সিরিজে খেলার যথাসাধ্য চেষ্টা করব।

আমির বলেন, খুব শীঘ্রই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। পাকিস্তানে কিছু উত্তেজনাপূর্ণ তরুণ ফাস্ট বোলার রয়েছে। তাদের জায়গা করে দিতেই বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া টেস্ট চ্যাম্পিনশিপকে সামনে রেখে নির্বাচকরা যাতে পরিকল্পনা করতে পারেন সেজন্যই এ সিদ্ধান্ত।

মোহাম্মদ আমিরের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান বলেন, সে একজন প্রতিভাবান ও দ্রুত গতির বোলার। সাম্প্রতিক সময়ে সে দুর্দান্ত ফর্মে রয়েছে। তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765