শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন




খুলনা-মোংলা রেললাইন নির্মাণ কাজ ২০২২ সালের মধ্যে শেষ করা হবে : রেলমন্ত্রী

খুলনা প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, মোংলা-খুলনা রেল লাইন নির্মাণ কাজ ২০২২ সালের মধ্যে শেষ করা হবে। এরপর মোংলা বন্দরের সাথে উত্তরাঞ্চলের পঞ্চগড়, বাংলা বন্ধ এবং ভারতের শিলিগুলির সাথে রেলপথ সংযুক্ত হবে। এরপর ট্রানজিট সুবিধায় মোংলা বন্দর থেকে ভারত, নেপাল ও ভুটানের পণ্য সড়ক পথে পরিবহন করতে পারবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে মোংলা-খুলনা রেল লাইনের চলমান নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে গণমাধ্যমের কাছে এ কথা বলেন। পরিদর্শনের সময় তার সাথে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আফসানা, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নানসহ রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নতুন রেলপথ নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও সরকারের উন্নয়ন কর্মকান্ডে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মোংলায় বন্দর কর্তৃপক্ষের পারিজাত ভবনে বৈঠকে মিলিত হন। এ সময় মন্ত্রী নতুন রেলপথ নির্মাণ কাজে মোংলা বন্দর কর্তৃপক্ষের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ওই প্রকল্পটি ২০১৫ সালে একনেকের সভায় অনুমোদন হয়। খুলনা-মোংলা নির্মাণাধীন রেললাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৮শ’ ১ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে রেললাইনে ব্যয় হবে এক হাজার ১শ’ ৪৯ কোটি ৮৯ লাখ টাকা, রূপসা ঘাটে চলমান ব্রিজের জন্য এক হাজার ৭৬ কোটি ৪৫ লাখ টাকা ও ভূমি অধিগ্রহণে এক হাজার আট কোটি টাকা ব্যয় করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765