বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি, বিটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহা অসুস্থ্য হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার বিকালে তার শ্বাসকস্ট দেখা দিলে সদর হাসপাতালে নেয়া হয়। তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দীন হায়দার,সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকী তালুকদারসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এদিকে সাংবাদিক নীহার রঞ্জন সাহার সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-২আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট ইয়ুথ জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।