মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন




বগুড়ার শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের সময় তাদের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন–গাইবান্ধা সদর উপজেলার কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ ওরফে সুকুমার (৩৮) ও নাটোর জেলার সিংড়া উপজেলার বাহিমাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল (৫৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ভবানীপুর বাজারের পূর্বপাশে একটি ব্রিজের ওপর দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনার খবর আসে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় দু’ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত ধনেশ ও ওরফে সুকুমারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি ও আফজালের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি জব্ধ করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765