মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রের টেক্সাসে শপিং মলে গুলিতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের সিয়েলো ভিস্টা মলে বন্দুক হামলায় ২০ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থার একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজ, আটক হওয়া ২১ বছর বয়সী তরুণের নাম প্যাট্রিক ক্রুসিয়াস। তিনি ডালাস এলাকার বাসিন্দা।

স্থানীয় সময় শনিবার সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে হামলার খবর পায় পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দেরকে সেখানে দূরে থাকার আহ্বান জানায়।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ঘটনাস্থলে থাকা সার্জেন্ট এনরিক ক্যারিলো সাংবাদিকদেরকে জানান যে আমরা একটি অভিজ্ঞ দল দিয়ে তল্লাশি চালাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি সেল ফোন ভিডিওতে, মলটি থেকে লোকজনকে পালাতে এবং আতঙ্কে চিৎকার করতে দেখা যাচ্ছে।

শহরটির মেয়র ডি মার্গো টুইটারে লিখেছেন, আমি এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে বিচলিত। হতাহতদের পাশে আছি আমরা।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেছেন। তিনি টুইটারে স্থানীয় কর্তৃপক্ষকে সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

মেক্সিকোর জুয়ারেজ শহরের কাছাকাছি অবস্থিত এল পাসো। এই শহরে প্রায় ছয় লাখ ৮০ হাজার মানুষ বসবাস করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765