বাগেরহাটের কচুয়ায় দশ দিনব্যাপী বিজয় মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়ন পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু ও শেখ লেয়াকাত হোসেন লিটন, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আসরাফী জেমস, বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদসহ কচুয়া উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ তন্ময় এমপি বলেন, দেশীয় সাংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজ মাদক ও খারাপ কাজ থেকে দুরে থাকবে। এজন্য খেলাধুলা, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
এসময় প্রধান অতিথি শীতকালীন বিভিন্ন পিঠার দোকান ঘুরে দেখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পিরা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রতিবছর এই মেলা আয়োজন করা হয়। আগামী ১০ দিন এই বিজয় মেলা ও পিঠা উৎসব চলবে।