শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে সাবলীল পাঠক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজারে শতবর্ষী মাছের মেলা বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাগেরহাট-১ আসনে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার : ১ অপহরণকারী আটক বাগেরহাট সদর উপজেলা এনসিপি নেতাদের পদত্যাগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক বাগেরহাট প্রেসক্লাবে মেহেদী হাসান প্রিন্সের পক্ষ থেকে কম্পিউটার প্রদান




বাগেরহাটে ৭০টির মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত নৌকার ৩৯ চেয়ারম্যান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ মার্চ, ২০২১

বাগেরহাটে প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বিকাল ৫টায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এতথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার ৯ টি উপজেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এরমধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ দিনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, মোল্লাহাট উপজেলার ৬টির মধ্যে ৬টিতেই নির্বাচিত হয়েছেন, উদয়পুরে এস কে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন পাল, কুলিয়ায় মো. মিজানুর রহমান, গাওলায় শেখ রেজাউল কবীর, কোদালীয়ায় শেখ রফিকুল ইসলাম, আটজুড়িতে মো. মনিরুজ্জামান মিয়া।

মোংলা উপজেলার ৬টির মধ্যে ৬টিতেই নির্বাচিত হয়েছেন, সোনাইলতলায় নাসরিন আক্তার নাজিনা, বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ^াস, চিলায় গাজী আকবর হোসেন, চাঁদপাই মোল্লা মো. তরিকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নে মো. একরাম ইজারাদার, মিঠাখালীতে উৎপল কুমার মন্ডল।
শরণখোলা উপজেলার ৪টির মধ্যে ৩টিতে নির্বাচিত হয়েছেন, সাউথখালীতে মো. মোজাম্মেল হেসেন, রায়েন্দায় আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন।

রামাপালে ১০টির মধ্যে ৫টিতে নির্বাচিত হয়েছেন, মল্লিকেরবেড়ে মো. সাবির আহমেদ তালুকদার, হুড়কায় তপন কুমার গোলদার, ভোজপাতিয়ায় তরফদার মাহফুজুল হক টুকু, রামপাল সদরে মো. নাসির উদ্দিন হাওলাদার, বাশতলীতে মো. মোস্তাফিজুর রহমান সোহেল।
চিতলমারীতে ৭ টির মধ্যে ৪ টিতে নির্বাচিত হয়েছেন, হিজলায় কাজী আবু শাহিন, শিবপুরে ওয়ালিউজ্জামান জুয়েল, চর বানিয়ারীতে অর্চণা রানী ঝর্ণা বড়াল, সন্তোষপুরে বিউটি আক্তার।

ফকিরহাটে ৭টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে নির্বাচিত হয়েছেন, ফকিরহাট সদর শিরিনা আক্তার কিসলু, বেতাগায় ইউনুচ আলী, পিলজংয়ে মোড়ল জাহিদুল ইসলাম, নলদা-মৌভোগে সরদার আমিনুর রশিদ।

কচুয়ার ৭টির মধ্যে ৪টিতে নির্বাচিত হয়েছেন, বাধালে নকীব ফয়সাল অহিদ, গোপালপুরে এস এম আবু বক্কর সিদ্দিক, গজালিয়ায় এস এম নাসির উদ্দিন, রাঢ়ীপাড়ায় নাজমা আক্তার।

বাগেরহাট সদরের ৭টির মধ্যে ৬টিতে নির্বাচিত হয়েছেন, বেমরতায় মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়ায় শেখ মহিতুর রহমান পল্টন, বিষ্ণুপুরে এমডি মাসুদ রানা, বারুইপাড়ায় আলহাজ¦ হায়দার আলী মোড়ল, খানপুরে ফকির ফহম উদ্দিন, ডেমায় মো. মনি মল্লিক।
মোরেলগঞ্জে ১৬টির মধ্যে মাত্র নিশানবাড়ীয়ায় সাইফুল ইসলাম।

তবে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: মনজুরুল করিম অভিযোগ করেন, মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজি না হওয়ায় বুধবার বিকেলে তার বাড়িতে হামলা চালানো হয়। এসময় তার স্ত্রীকে গালিগালাজ করে ও মাকে লঞ্চিত করে।
অপরদিকে কচুয়া সদর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুর ইসলাম মুন্নু অভিযোগ করেন, বুধবার দুপুরে সরদলীয় সমর্থকরা তার বাড়িতে গিয়ে প্রার্থীতা প্রত্যাহারের জন্য হুমকী দেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765