বাগেরহাটে ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী রেব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশনের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি হেমায়েত হোসেন, সম্পাদক অমিত দেবনাথ, জেলা শাখার কোষাদক্ষ মোঃ আল-মামুন, এসএপিপিও শিকদার সরোয়ার আলম, ডিপ্লোমা কৃষিবিদ সমর কৃষ্ণ পাল, দেবব্রত মন্ডল, সুলতানা খাতুন, অঞ্জলী বিশ্বাস, নিমজা সুলতানা, গঙ্গামনি পাল,নিখিল চন্দ্র পাল, তপু কুমার মন্ডল, আনিছুর রহমান, মোল্যা আঃ হাই,মিঠুন মল্লিক, টিংকু রানী দাস প্রমুখ ।
বক্তরা বলেন, কৃষি সম্প্রসরণ অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদধারীদেরকে প্রধানমন্ত্রী ২০১৩ সালের ২৩ অক্টোবর ১১তম গ্রেড হতে ১০ম গ্রেড সেল্ফ ড্রয়িং অফিসার ঘোষনা বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে ধরে রাখতে সারা দেশে ২৩ অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশের কৃষির সাফল্যের জন্য ডিপ্লোমা কৃষিবিদেও অনেক আত্মত্যাগ রয়েছে বলে উল্লেখ করেন।
Thanks on your marvelous posting! I seriously enjoyed reading it, you are a great author.I will remember to bookmark your blog and may come back in the foreseeable future.
I want to encourage continue your great job, have
a nice holiday weekend!