হলিউডের বিখ্যাত ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ছবিটির রিমেক তৈরি করেছে কলকাতার প্রখ্যাত পরিচালক রিভু দাশগুপ্ত। আর এতে দেখা যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। সম্প্রতি এক টুইট বার্তায় ছবিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।
২০১৫ সালে প্রকাশিত পাওলা হকিন্সের বেস্টসেলার ‘দ্য গার্ল অন দ্য ট্রেনের’ ওপর ভিক্তি করে নির্মিত হবে এই সাইকোলজিক্যাল থ্রিলার।
ছবিটির রিমেকে এক মদ্যপ ‘বিধবার’ ভূমিকায় দেখা যাবে পরিণীতিকে।
ইতিমধ্যে ইংল্যান্ডে শুরু হয়েছে ছবিটির শুটিং। ব্যস্ত সিডিউলের ফাঁকে ঝটপট বেশকিছু ছবি তুলে ভক্তদের জন্য নিজের টুইটারে পোস্ট করেন এ অভিনেত্রী।
একই সঙ্গে পরিণীতি জানালেন, এই ছবিতে কাজ করা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এতে কাজ করে আচমকাই যেন জীবনটাই বদলে গেছে তার, পেয়েছেন পরম কাঙ্খিত মুক্তি।
রিল্যায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে ২০২০ সালে মুক্তি পাবে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ছবিটি। পরিণীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে কীর্তি কুলকার্নি এবং অদিতি রায় হায়দারিকে। সূত্র: পিঙ্কভিলা