বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ
নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী




নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ফোরামের মুখপাত্র কাজী কায়রুজ্জামান শিপন অভিযোগ করেছেন, তিনি এবং তার কর্মী-সমর্থকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বুধবার বিকেলে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।

কাজী কায়রুজ্জামান শিপন বলেন, নির্বাচনী মাঠে অবৈধ অস্ত্রের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে এবং কিছু ব্যক্তি আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে। তার অভিযোগ, প্রতিবেশি দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (র) দালাল কিছু লোক নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি আরও অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় তার প্রচারের মাইক ও সাউন্ড সিস্টেম জোরপূর্বক সরিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি তার কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে ভোটের মাঠ থেকে সরে যেতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কাজী কায়রুজ্জামান শিপন বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের জীবন নিয়েও শঙ্কায় রয়েছেন। তিনি শহীদ হাদীর ঘটনার কথা উল্লেখ করে বলেন, একই ধরনের পরিণতির আশঙ্কা করছেন তিনি। তার ভাষায়, এমন ভীতিকর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ছে।

তিনি জানান, এসব বিষয় তিনি বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-কে অবহিত করেছেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে, তার নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

কাজী কায়রুজ্জামান শিপন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল প্রার্থী ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765