নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের
বাগেরহাট–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ফোরামের মুখপাত্র কাজী কায়রুজ্জামান শিপন অভিযোগ করেছেন, তিনি এবং তার কর্মী-সমর্থকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বুধবার বিকেলে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।
কাজী কায়রুজ্জামান শিপন বলেন, নির্বাচনী মাঠে অবৈধ অস্ত্রের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে এবং কিছু ব্যক্তি আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে। তার অভিযোগ, প্রতিবেশি দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (র) দালাল কিছু লোক নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে।
তিনি আরও অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় তার প্রচারের মাইক ও সাউন্ড সিস্টেম জোরপূর্বক সরিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি তার কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে ভোটের মাঠ থেকে সরে যেতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
কাজী কায়রুজ্জামান শিপন বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের জীবন নিয়েও শঙ্কায় রয়েছেন। তিনি শহীদ হাদীর ঘটনার কথা উল্লেখ করে বলেন, একই ধরনের পরিণতির আশঙ্কা করছেন তিনি। তার ভাষায়, এমন ভীতিকর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ছে।
তিনি জানান, এসব বিষয় তিনি বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-কে অবহিত করেছেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে, তার নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
কাজী কায়রুজ্জামান শিপন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল প্রার্থী ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।