প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আত্মপরিচয়ের সুযোগ হারিয়েছিল দেশ। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাঁচার সুযোগ পেয়েছে জনগণ।
বুধবার হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।