আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাঁচার সুযোগ পেয়েছে জনগণ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আত্মপরিচয়ের সুযোগ হারিয়েছিল দেশ। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাঁচার সুযোগ পেয়েছে জনগণ।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।