বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪, ০১:১৯ অপরাহ্ন




শ্রীলঙ্কান এয়ারলাইন্সে গোলযোগ, অল্পের জন্য রক্ষা টাইগারদের!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

শ্রীলঙ্কা থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল টাইগারদের বিমান। কিন্তু বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে প্রায় তিন ঘণ্টা।

একই বিমানে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বিসিবির বিভিন্ন কর্মকর্তাও।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় দেশের পথে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু টাইগারদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল-১৮৯-এ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

এদিকে বিমানের পাইলট জানিয়েছেন, যথাসময়ে বিমান আকাশে উড়াল দিলে হয়তো বড়সড় দুর্ঘটনার মুখেই পড়তে হতো টাইগারদের। কেননা তামিম-মুশফিকদের বহনকারী বিমানটি যাত্রা শুরুর খানিক আগেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। সে অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

পাইলটের ঘোষণায় আতঙ্কিত না হলেও নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ক্রিকেটাররা। পরে বাংলাদেশ দলের জন্য নতুন একটি ফ্লাইট দেওয়া হয়। সেটি টাইগারদের নিয়ে বাংলাদেশ সময় সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার পথে রওনা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান দুপুর আড়াইটার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765