শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন




রামপালে ছাত্রলীগের শোকসভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

 

রামপালে ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রামপাল উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকাল ১১ টায় রামপাল উপজেলা ছাত্রলীগের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক।

সিটি মেয়র তার বক্তব্যে বলেন, দেশকে স্বাধীন করতে ছাত্রলীগ আন্দোলন-সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছিলো। বর্তমান প্রজম্মের অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে কিছু জানেনা। এতদিন আমাদের ইতিহাসকে জানতে দেয়া হয়নি। সেই কারনেই আমরা আগষ্ট মাস জুড়ে নানা কর্মসূচী পালন করি, যাতে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং জাতির জনক তথা বাংলার অভ্যুদ্বয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে। ছাত্রলীগকে জাতির জনকের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যানে কাজ করার আহ্বন জানান।

রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব, সহসভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর দীনবন্ধু পাল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগ সহ সভাপতি কল্লোল বিশ্বাস, সাধারন সম্পাদক শেখ সাদী, মোঃ মানিক শেখ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট নিহতদের আতœার শান্তি কামনা করে দোয়া মাহফিল এবং রচনা ও চিত্রাকংন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765