বাগেরহাটে নানা আয়োজনে আওয়ামী যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে। পরে সেখানে আলোচনা সভা শেষে কেক কাটের দলীয় নেতৃবৃন্দ। জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড লুনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল মোজাম্মেল হোসেন এমপি।
বাগেরহাট শহরে যুব মহিলা লীগের র্যালী