শনিবার, ২৩ মার্চ ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন




ফকিরহাটে উদ্ধার হওয়া শিশু সাথির ঠিকানা কোথায়?

ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯
ফকিরহাটে উদ্ধার হওয়া মন্নি আক্তার সাথি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া থেকে উদ্ধার হয়েছে ১২ বছরের এক শিশুকন্যা। মডেল থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টা দিয়ে ওই এলাকা থেকে স্থানীয় লোকজন ও গনমাধ্যমকর্মীদের সহাতায় তাকে উদ্ধার করে। শিশুটির নিকট থেকে তার বাড়ীর সঠিক ঠিকানা পাওয়া যায়নি। তবে সেতার নাম জানিয়েছে মন্নি আক্তার সাথি, পিতার নাম মুন্না ও মাতার নাম মিরু বেগম। সে থাকে ঢাকা ফুলবাড়ী নামের এলাকায়। তার আসল বাড়ী দিনাজপুর। তার মাতা গার্মেন্টস চাকুরীর সুবাদে সে ও ছোট বোন এবং তার মাতা ঢাকায় থাকে। শিশুটি আরও জানিয়েছে, সে শুক্রবার সকালে একটি দোকানে খাবার কিনতে গেলে জনৈক্য এক মহিলা তাকে প্রলোভন দেখিয়ে সু-কৌশলে ফুসলিয়ে নিয়ে আসে। যদিও জনৈক্য ঐ মহিলার সন্ধান জানা যায়নি। পুলিশ বিভিন্ন ভাবে শিশুটির ঠিকানা উদ্ধারের চেষ্টা করছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বলেন, তার পরিবারের ঠিকানা না পাওয়া গেলে শিশুটিকে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে প্রেরণ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765