বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৮ অপরাহ্ন




পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নাই-এমপি সালাম মূর্শেদী

রূপসা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প কিছু নেই। মানুষকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য বেশী বেশী করে গাছ লাগাতে হবে। তাহলে সুন্দর একটি আবাসভূমি গড়ে তোলা সম্ভব হবে।

তিনি সোমবার বেলা ১২ টায় ‘পরিকল্পিত ফল চাষ-যোগাবে পুষ্টি সম্মত খাবার’ প্রতিপাদ্য নিয়ে রূপসা উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত ফলদ বৃক্ষমেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অ

নুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন। কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক মো. হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রকৌশলী মো. মহিউদ্দীন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, বন কর্মকর্তা মুজিবর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি মজুমদার, রূপসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ.ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান আশরাজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, খান বজলুর রহমান, শাহাজান কবীর প্যারিস, আলহাজ্ব নজরুল ইসলাম, আব্দুল গফুর খান, আবু আহাদ হাফিজ বাবু, গোপাল চন্দ্র মন্ডল, বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ। পরে প্রধান অতিথি কাজদিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে যোগদান করেন। এর আগে সকালে ওই টুর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, উপজেলা প্রকৌশলী মো. মহিউদ্দিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, জেলা আ’লীগ নেতা আব্দুল মজিদ ফকির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান  প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি সালাম মুর্শেদী বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। পাশাপাশি ডিজাটাল পদ্ধতির অপব্যবহার না করার জন্য শিক্ষার্থীদের পরমার্শ প্রদান করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765