শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন




খুলনার কয়রায় পাউবো’র বাঁধে ভয়াবহ ভাঙন

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভাঙনে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ শাকবাড়িয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সিডর-আইলায় সব হারিয়ে সর্বস্বান্ত এলাকাটি আবারও যেন মুহূর্তে তলিয়ে প্লাবিত হওয়ায় আশঙ্কায় সময় পার করছেন এলাকাবাসী।

তারা জানান, খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আংটিহারা এলাকার (আব্দুল ওহাবের দোকানের পাশে)  বেড়িবাঁধে বৃহস্পতিবার ফাটল দেখা দেয়। বাঁধের অনেকাংশ ভেঙে এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শামসুর রহমান নতুনবার্তাকে বলেন, বৃহস্পতিবার আকস্মিক বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। শাকবাড়িয়া নদীর গ্রাসে ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন আংটিহারা, ঘড়িলাল, মাটিয়া ভাঙ্গা, বিনাপানি, চরামুখা, পাতাখালি এলাকার প্রায় ৩০ হাজার মানুষ। যেকোনো সময় নোনা পানি ভাসিয়ে নিয়ে যেতে পারে এলাকার ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১০০ ফুট ওয়াবদায় বেড়িবাঁধ শাকবাড়িয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা এম এম সাইফুল ইসলাম বলেন, বেড়িবাঁধে ব্যাপক ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। নদীভাঙন তীব্র আকার ধারণ করায় আইলা ও সিডর বিধ্বস্ত এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। কয়রার মানুষ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের দাবি সবসময় জানিয়ে আসছেন। বর্ষায় ভাঙন শুরু হলে দায়সারা মেরামত হয়। পরে আবার তা জোয়ারের পানিতে ভেঙে যায়। এতে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাতে হয় নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আমাদী সেকশন কর্মকর্তা মশিউল আবেদিন নতুনবার্তাকে বলেন, এরইমধ্যে শুক্রবার সকাল থেকে বাঁধ রক্ষার কাজ শুরু হয়েছে। চেষ্টাকরে যাচ্ছি যেকোনো মূল্যে বাঁধ রক্ষা করতে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765